স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : মাঝে মাঝে আমরা ভুলে যাই দেশ কিভাবে স্বাধীন হয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি থেকে স্মরণ করা হবে যারা এই দেশকে রক্ষা করতে শহীদ হয়েছেন। এ শহীদদের প্রতি সম্মান জানানো হবে ৭৮তম স্বাধীনতা দিবস থেকে।
মঙ্গলবার উমাকান্ত একাডেমী মাঠে আয়োজিত হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন -২০২৪ -এর অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্য আধিকারিক। মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, ২০২২ সাল থেকে নতুন রুটে এ স্বাধীনতা দিবসকে পালন করা হচ্ছে। এই ধরনের অনুষ্ঠান থেকে বোঝা যায় স্বাধীনতার মূল অর্থ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।অপরদিকে যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক তিরঙ্গা রেলিং অনুষ্ঠিত হয়।
এদিন উমাকান্ত মিনিস্টেরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শুরু হওয়ার আগে উমাকান্ত স্কুল প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা রাজ্য বিভিন্ন দপ্তর, সামাজিক সংগঠন থেকে শুরু করে সব অংশে মানুষরা এই কর্মসূচিতে এগিয়ে এসেছে। আগরতলা পুর নিগম ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে অরুন্ধতী নগর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ছাত্র-ছাত্রীদের সামনে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। দেশের প্রতি যাতে তারা সব সময় গর্ববোধ, শ্রদ্ধা এগুলি বজায় রাখে। বহু বীর শহীদদের আত্ম বলিদান এই দেশ গড়ে উঠেছে। ১৩ আগস্ট থেকে ১৫ ই আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আমবাসা পুরো পরিষদ। মঙ্গলবার ১৩ আগস্ট এই কর্মসূচি অঙ্গ হিসেবে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় আমবাসা পুর পরিষদের উদ্যোগে। আমবাসা পুর পরিষদের ভবন থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে।
তিরঙ্গা যাত্রাতে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন গোপাল সূত্রধর, মহকুমা শাসক সঞ্জীত দেববর্মা, ধলাই জেলা পরিষদের সদস্য অনাদি সরকার সহ অন্যান্যরা। এ দিনের এই তিরঙ্গা যাত্রায় সিআরপিএফ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ আমবাসা পুর পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রায় সামিল হয় তারা। অপরদিকে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে অমরপুর উপনগরি নতুনবাজারে ও একটি রেলির মধ্যমে পদযাত্রা শুভ সূচনা করেন। এই হর ঘর তিরঙ্গা রেলিতে স্কুলের ছাত্রছাত্রী ও শাসকদলের মন্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। হর ঘর তিরঙ্গা রেলিটি নতুনবাজার বিজেপি পাটি অফিস থেকে শুরু করে নতুনবাজার বিভিন্ন পথ পরিক্রমা বাঙালি পাড়া হয়ে পুনরায় বিজেপি কার্যালয়ে সামনে এসে সমাপ্ত হয়। মিছিলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। পাশাপাশি বক্সনগর যুব মোর্চার উদ্যোগ বিধায়কের উপস্থিতিতে মঙ্গলবার এক বর্ণাঢ্য তিরঙ্গা বাইক মিছিল অনুষ্ঠিত হয়। এই বর্ণাঢ্য বাইক মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন মন্ডল কার্যালয়ের সামনে এসে বিধায়ক ভারতীয় জনতা পার্টির হরঘর তিরঙ্গা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন প্রতিটি বাড়িতে ও দোকানপাটে এবং বিভিন্ন অফিস আদালতে ভারতের জাতীয় পতাকাকে উত্তোলন করার জন্য আহ্বান জানান। গোটা রাজ্যে দিনটি ব্যাপক জাঁকজমকভাবে শুরু হয়েছে। স্কুল কলেজ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং শাসকদলের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়।