Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যকেউ যদি ত্রিপুরার বাইরে থেকে এসে রাজ্যের উন্নয়ন দেখতে চায় তাহলে আসতে...

কেউ যদি ত্রিপুরার বাইরে থেকে এসে রাজ্যের উন্নয়ন দেখতে চায় তাহলে আসতে হবে হাসপাতালে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : ত্রিপুরার উন্নয়ন কোন জায়গায় রয়েছে সেটা যদি কেউ রাজ্যের বাইরে থেকে এসে দেখতে চায় তাহলে প্রতিটা ব্যক্তির হাসপাতালগুলিতে যাওয়া প্রয়োজন। যদি দেখতে পায় স্বাস্থ্য পরিষেবা উন্নত তাহলে ধরে নিতে হবে ত্রিপুরার সবদিকে স্বাস্থ্যই ভালো। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের ২০ তম অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

এজিএমসি -র কে এল এস অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখে আরো বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়কে উন্নত করার জন্য সরকার সব দিক থেকেই চেষ্টা করছে। উন্নয়নে কোন ঘাটতি রাখতে চাইছে না। পাশাপাশি চিকিৎসকদের দাবি-দাওয়া পূরণ করছে সরকার। চিকিৎসকদের দীর্ঘদিন ধরে পদোন্নতি বন্ধ ছিল। তাই এই সরকার চিকিৎসকদের এডহক প্রমোশন দিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছে। বিশেষ করে প্রধান রেফারেল হাসপাতালে যাতে রোগীর চাপ না পড়ে তার জন্য জেলা হাসপাতাল গুলি পরিষেবা উন্নত করা হচ্ছে। গোমতী জেলা হাসপাতাল, ধলাই জেলা হাসপাতাল, শান্তিরবাজার জেলা হাসপাতালে ট্রমা সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। তাহলে সংকটাপন্ন রোগীদের প্রধান রেফারেল হাসপাতালে আসতে হয় না। এবং এই উন্নয়নের ধারা আগামীদিনেও অব্যাহত থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন ত্রিপুরাকে মেডিকেল হাব করবে। বিশেষ করে এজিএমসি -তে এখন সুপার স্পেশালিটি চালু হতে চলেছে। কোন অংশে কম নয় এজিএমসি। আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, জিবি হাসপাতালের এম এস শংকর চক্রবর্তী, স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য