স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়োল্লাসে সারারাত আগরতলা শহর জমজমাট ছিল। এরই মধ্যে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে কর্নেল চৌমুহনির এক দোকানে। ঘটনার বিবরনে জানা যায়, শনিবার রাতে অন্যান্য দিনের মতো প্রায় সাড়ে এগারোটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে যায়। বাড়ি থেকে আবার তিনি বেরিয়ে কর্নেল চৌমুহনী খেলার আনন্দ উপভোগ করে বাড়ি এসে ঘুমায়।
রবিবার সকাল বেলা সাতটা নাগাদ দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় দোকানের বিভিন্ন জিনিসপত্র উধাও। সঙ্গে সঙ্গে পশ্চিম থানায় খবর দেওয়া হয়। পুলিশ জানায়, সকাল আটটার পর ডিউটি পরিবর্তন হলে তারপর আসবে। আরো জানায় কর্নেল চৌমুহনীতে পুলিশের ইমার্জেন্সি ভ্যান সব সময় থাকে ভোর তিনটা পর্যন্ত ছিল। কর্নেল চৌমুহনী থেকে ১০০ মিটার দূরত্বে চুরির ঘটনা ঘটে রাস্তার পাশে দোকানে। এই ধরনের চুরির ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। দোকানের মালিক আরো জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা হবে। তিনি দাবি করেন পুলিশ যাতে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।