Saturday, January 18, 2025
বাড়িরাজ্যরেলস্টেশন থেকে ৮ জন বাংলাদেশী এবং একজন ভারতীয় নাগরিক গ্রেফতার

রেলস্টেশন থেকে ৮ জন বাংলাদেশী এবং একজন ভারতীয় নাগরিক গ্রেফতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে :  গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালে আগরতলা স্থিত বাধারঘাট রেলস্টেশন থেকে ৮ জন বাংলাদেশী এবং এক জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে আগরতলা রেল পুলিশ। তারা বাংলাদেশের সীমান্ত দিন নিয়ে ত্রিপুরা থেকে রাজ্যের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেছে।

আগরতলা রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান পুলিশ একটি সূত্র মোতাবেক জানতে পারে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে করে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক বহিঃরাজ্যে যেতে পারে। সেই সংবাদের ভিত্তিতে রেল পুলিশ উৎপেতে বসে থাকে। যথারীতি পুলিশ বাংলাদেশী নাগরিকরা রেল স্টেশনে আসার সাথে সাথে আটক করা হয়। মোট ৯ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ১ জনের বাড়ি ভারতে। বাকি ৮ জনের বাড়ি বাংলাদেশে।

ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা কেউ পুনে, আবার কেউ মুম্বাই যেতে চেয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। আসলে তারা মানব পাচার চক্রের শিকার নাকি কাজের সূত্রে রাজ্যের বাইরে যেতে চেয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য