স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : ২০০৯ সালে তিপরাল্যান্ড দাবি করে ধীরে ধীরে ক্ষমতা ফন্দি খুঁজেছে আইপিএফটি। একই পথ অনুসরণ করেছে তিপরা মথা। যা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার কৃষ্ণনগর স্থিত কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করেন স্টেট হুড ডিমান্ড নেতৃত্ব অঘোর দেববর্মা। তিনি জানান, তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেছিলেন জনজাতিদের স্বার্থে গ্রেটার তিপরাল্যান্ডের দাবি নিয়ে কোনরকম আপস করা হবে না।
কিন্তু এখন দেখা যাচ্ছে এটা ছিল জনজাতিদের দলে টানার জন্য কৌশল। এখন একক ভোটের দাবি করছেন তিনি। প্রদ্যোত কিশোর দেববর্মণ মানুষকে ঠকিয়েছে। তিনি জনজাতিদের জন্য মন থেকে গ্রেটার তিপরাল্যান্ডের দাবি করেননি। সবটাই ছিল তার ফোকাস। এভাবে সমালোচনার ঝড় তুলেন তিনি। তিনি আরো বলেন, পশ্চিম ত্রিপুরা আসনের স্কুটিনি হয়েছে বৃহস্পতিবার। স্টেট হুড ডিমান্ড পার্টির পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী আর রিয়াং -এর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়নপত্র আগামী ৩০ মার্চ দেওয়া হবে। সেই আসন থেকে মনোনীত প্রার্থী হয়েছেন কৃষ্ণমোহন জমাতিয়া। আরো জানান, সুষ্ঠুভাবে নির্বাচন যাতে সম্পূর্ণ হয় তার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি করা হচ্ছে।