স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : মঙ্গলবার বিলোনিয়া সফরে আসেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস । এসেই তিনি বিলোনিয়া সার্কিট হাউসে এক পর্যালোচনা সভায় যোগদান করেন । মন্ত্রী সুধাংশু দাস এর পৌরহিত্যে অনুষ্ঠিত হয় পর্যালোচনা এক সভা। দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক, আটটি ব্লকের আধিকারিক, পঞ্চায়েত সমিতির আধিকারিক সহ জেলার সব চেয়ারম্যান, পৌর পরিষদ , নগর পঞ্চায়েত ও জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে এই পর্যালোচনা বঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিনের পর্যালোচনা বৈঠকে ছিলেন বিভিন্ন বিধানসভার বিধায়করা। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
পর্যালোচনা বৈঠকে এআরডিডি ও ফিসারী সহ এসসি ওয়েলফেয়ার দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা হয় এদিনের পর্যালোচনা সভার। এআরডিডি, মৎস্য ও এসসি এই তিন দপ্তরের যে প্রকল্পগুলি কেন্দ্রীয় ও রাজ্য সরকার চালু করেছে তা কতটুকু বাস্তবায়ন হযেছে সে বিষয়ের উপর আলোচনা হয় দিনের বৈঠকে। সরকারের এ এই প্রকল্প গুলি গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।সরকারের এই প্রকল্পগুলি জনগণের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন এ দিনের বৈঠকে ।
মন্ত্রী সুধাংশু দাস এছাড়া এই দিনের বৈঠকে ছিলেন মৎস্য দপ্তরের অধিকারিক সন্তোষ দাস সহ অন্যান্যরা। মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন এটা দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক। বিশেষ করে গ্রামীন এলাকার অর্থনৈতিক মান উন্নয়নের জন্য গ্রামীণ এলাকার সাধারণ মানুষ সেই সমস্ত সরকারি প্রকল্প গুলোর সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় এই বৈঠকে। যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে তা দূর করে শীঘ্রই মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। সরকারি দপ্তরে বসে সিদ্ধান্ত নেওয়াটাই মূল কাজ নয়। তিনি আরো বলেন সাধারণ মানুষের কাছে গিয়ে তা খতিয়ে দেখাটাই হচ্ছে মূল বিষয়।