স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : শনিবার রাতে একই পাড়ায় তিনটি বাড়ি থেকে গরু চুরির ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে আমতলী থানার অন্তর্গত রানীর খামার ঝরঝরিয়া জে বি স্কুল সংলগ্ন পাড়ার ঝুটন শুক্ল দাস, ইন্দ্রজিৎ ভৌমিক এবং সন্তোষ রায়ের বাড়ি থেকে এদিন গভীর রাতে চোরের দল গরু চুরির ঘটনা সংঘটিত করেছেন।
এলাকার মানুষ যখন গভীর রাতে ঘুমিয়েছিল তখন চোরের দল তিনটি বাড়ি থেকে মোট ৬টি গরু চুরি করে নিয়ে গেছে। চোরের দল তিনটি বাড়ির মোট ছয়টি গরু ঝরঝরিয়া জেবি স্কুল মাঠে গাড়ি রেখে সেখান থেকে গরুগুলি গাড়িতে তুলে নিয়ে যায়। রবিবার ভোরে তিন পরিবারের লোকজন ঘরে গরু দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসীরা ছুটে এসে গরুগুলিকে খোঁজাখুঁজির পরেও কোন সন্ধান পায়নি। স্থানীয়রা জানিয়েছেন এর আগেও এলাকায় গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। বহুদিন পর আবার শনিবার গভীর রাতে একই পাড়ায় তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় আবারো স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।