স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : ধনতেরাস উপলক্ষে শনিবার ক্রেতাদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবং স্বর্ণকমল জুয়েলার্সের মধ্যে। দুর্গাপূজা ও দীপাবলির মতো ধনতেরসও বাঙালির পর্ব হয়ে উঠেছে। সনাতন ধর্মের মতে এই সময় সোনা, রুপো বা বাসনপত্র কেনাও শুভ। এগুলি কিনে আনলে সংসারে লক্ষ্মী আসেন। এর ফলে সংসারে অশুভ শক্তির বিনাশ হয়। একই সঙ্গে আসে সুখ, শান্তি, সৌভাগ্য। পাশাপাশি আর্থিক উন্নতি হয়। দীপাবলির মতো ধনতেরসও বাঙালির পরব হয়ে উঠেছে।
সেই দিনে সনাতন ধর্ম মতে লক্ষ্মী ও কুবেরের পুজো করতে হয়। একই সঙ্গে মনে করা হয় সোনা, রুপো বা বাসনপত্র কেনাও শুভ। এগুলি কিনে আনলে সংসারে লক্ষ্মী আসেন। সংসারে অশুভ শক্তির বিনাশ হয় এবং সুখ, শান্তি, সৌভাগ্যবান হয় পরিবারের মানুষ। বিশেষ করে আর্থিক উন্নতি হয়। এ বিষয়ে স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ জানান, ধনতেরাস উপলক্ষে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এ সময়ে স্বর্ণ ক্রয় করতে পারলে পরিবারের ধন সম্পত্তি বাড়বে বলে মনে করছে। এবং অনেক মা, বাবা তার ছেলে মেয়ের জন্য বিয়ের গয়না কিনছে বলে জানান তিনি। এদিকে শ্যামসুন্দর জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা জানান, এ বছর চমক ভরা ধনতেরাস চলছে। কারণ প্রতি কেনাকাটায় মজুরিতে রয়েছে বিশেষ ছাড়। পাশাপাশি লাকি ড্র ও মেগা ড্র রয়েছে ক্রেতাদের। এবং এতে বিশেষ করে উৎসাহিত যুবক-যুবতীরা। তারা বিশেষ করে পরিবারের প্রিয় মানুষের জন্য স্বর্ণের গয়না ও হীরের গয়না ক্রয় করছে বলে জানান তিনি। ধনতেরাস উপলক্ষে স্বর্ণের গয়না ও হীরের গয়না ক্রয় করা নিয়ে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে আগরতলা শহরের প্রানকেন্দ্র কামান চৌমুহনী স্থিত জুয়েলারীরগুলির মধ্যে। ক্রেতা বিক্রেতা সকলের মুখে হাসি ছিল বেশ ফুটে ফুটে।