স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ তম বছর পূর্তি উপলক্ষ্যে ৫ দিন ব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করা হয়। শুক্রবার কলেজের রবীন্দ্র হলে আয়োজিত অনুষ্ঠানের সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন শুরুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিন ছিল এমবিবি কলেজ। সেই সময় সকলে ভাবতো কবে উচ্চ মাধ্যমিক পাস করে এমবিবি কলেজে ভর্তি হবে। এমবিবি কলেজের একটা গরিমা ছিল। তবে পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না। সেই সময় বহু ছেলে মেয়ে বিপথে পরিচালিত হয়েছে।
বিদেশি চিন্তা ভাবনায় তারা পরিচালিত হত। অনেক মেধামি লোককে সেই সময় অকালে হারাতে হয়েছে। তারপরও সেই সময় এমবিবি কলেজে পড়াটা গর্বের বিষয় ছিল। বর্তমানে যেমন প্রচারের ব্যবস্থা রয়েছে। সেই সময় তেমন একটা প্রচারের ব্যবস্থা ছিল না। পূর্বে এমবিবি কলেজের ছাত্র ও অধ্যাপকদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এমবিবি কলেজকে সামনে রেখে আগামি প্রজন্মের জন্য একটি এডুকেশন হাব তৈরি করা গেলে, তবেই এমবিবি কলেজের প্লাটিনাম দিবস সার্থক হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এমবিবি কলেজকে সেরা কলেজে পরিণত করার জন্য একটি প্রজেক্ট তৈরি করে রাজ্য সরকারের নিকট প্রস্তাব পাঠানোর জন্য আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন শুধুমাত্র পড়ালেখা করলে হবে না। বড়দের সম্মান করতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে। কলেজে র্যা গিং করা চলবে না। এখন র্যা গিং বন্ধ হয়ে গেছে। আগে এমবিবি কলেজের ১ নং হোস্টেল ও ২ নং হোস্টেলের মধ্যে পেসি শক্তির আস্ফালন আগরতলা শহরের মানুষ দেখেছে। বর্তমানে সেই পেসি শক্তির আস্ফালন নেই।এইদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সত্যদেও পোদ্দার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুনোদয় সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এইদিন এমবিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষদের সংবর্ধনা প্রদান করা হয়।