স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : নেশা সামগ্রী সহ আটক এক ব্যক্তি। উদয়পুর মহকুমা রাজনগর বড়টিলা এলাকা থেকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম জব্বর আলী। আটককৃত নেশার সামগ্রীর বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা। জানা যায়, দীর্ঘ চার বছর ধরে উদয়পুর মহকুমার রাজনগর বড়টিলা এলাকার অনু মিয়ার ছেলে জব্বর আলী বিভিন্ন নেশা সামগ্রী সহ বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত ছিল।
অবশেষে বুধবার রাধা কিশোরপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাধাকিশোরপুর থানার পুলিশ জানায়, জব্বর আলীর ঘরে প্রবেশ করে ঘরের বিভিন্ন জায়গায় থেকে ব্রাউন সুগার, ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। আটককৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে। অভিযুক্ত যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জব্বর আলী আগেও এন ডি পি এস ধারা অনুযায়ী গ্রেপ্তার হয়েছিল। পুলিশ জানায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বাকি জড়িতদের জালে তুলতে পারবে।