স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৫ মার্চ: ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই ম্যাচ জয়ের বিকল্প ছিল না। সেটি তো হলোই না, উল্টো ২০ ওভারের মধ্যে এক শর নিচে অলআউট হয়ে লজ্জার ভাগীদার হয়েছে শ্রীলঙ্কা।আজ অকল্যান্ডে নিউজিল্যান্ডের ২৭৪ রান তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার দল এর আগের ওয়ানডেতে ভারতের কাছে অলআউট হয়েছিল ৭৩ রানে। ওয়ানডে ইতিহাসে টানা দুই ম্যাচে এক শর নিচে গুটিয়ে যাওয়ার এটি দ্বিতীয় ঘটনা। রান সংখ্যার দিক থেকে সর্বনিম্ন।২০১৩ সালে কেনিয়া আফগানিস্তানের কাছে টানা দুই ওয়ানডেতে ৮৯ ও ৯৩ রানে গুটিয়ে গিয়েছিল।শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটি ছিল বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখার। এ বছরের শেষ দিকে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করা বাকি একটি দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সব কটিতে জিতলে সেটি শ্রীলঙ্কারই হতো। তবে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলা শানাকার দল।পৌনে তিন শ রান তাড়ায় শ্রীলঙ্কার ইনিংসে কেউ ২০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ১৮ রান আসে দুই বছর পর ওয়ানডে খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাট থেকে। এর বাইরে দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন আর দুজন- চামিকা করুনারত্নে (১১), লাহিরু কুমারা (১০)।