Friday, March 21, 2025
বাড়িজাতীয়প্রকাশ্যে মারধর করা হল অসমের কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেনকে!

প্রকাশ্যে মারধর করা হল অসমের কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেনকে!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ ফেব্রুয়ারি : প্রকাশ্যে মারধর করা হল অসমের কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেনকে! বাইকে করে যাওয়ার সময়ে আচমকাই একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করা হয়েছে সাংসদকে। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দিকে। বিষয়টি নিয়ে অসম বিধানসভায় সরব হয়েছে কংগ্রেস।

মারধরের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। বাইকে চেপে দলীয় বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ধুবরির সাংসদ। সেই সময়ে আচমকাই বাইকটি ঘিরে ধরে কয়েকজন। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। রাকিবুলের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকে তারা। ক্রিকেট ব্যাট নিয়ে তেড়ে যায় সাংসদের দিকে। সঙ্গে সঙ্গে তাদের বাধা দেন সাংসদের দুই দেহরক্ষী। ধস্তাধস্তিতে তাঁদের সামান্য চোট লাগে। তবে রাকিবুল অক্ষত রয়েছেন বলেই খবর। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনি দলীয় বৈঠকেও যোগ দেন।

অভিযোগ ওঠে, চড়াও হওয়া দুষ্কৃতীরা নাকি হিমন্তের অনুগামী। যদিও এই নিয়ে কিছু বলেননি অসমের মুখ্যমন্ত্রী। পরে এক্স হ্যান্ডেলে জানান, ‘কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেনের উপর যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করেছে পুলিশ। আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ নিজের এক্স হ্যান্ডেলে ১০ জন অভিযুক্তের নামও প্রকাশ করেছেন হিমন্ত। সঙ্গে আরও জানিয়েছেন, রাকিবুলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হবে।

দলীয় সাংসদের উপর হামলার ঘটনা নিয়ে এদিন বিধানসভায় সুর চড়ায় কংগ্রেস। আলোচনা দাবি করেন বিধায়করা। হাত শিবিরের বিধায়কদের হইচইয়ের জেরে আধঘণ্টার মধ্যে দুবার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। উল্লেখ্য, গত বছর লোকসভা নির্বাচনে ধুবরি কেন্দ্র থেকে ১০ লক্ষেরও বেশি ব্যবধানে জিতেছিলেন রাকিবুল। ব্যবধানের নিরিখে তিনিই দেশের সর্বোচ্চ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য