স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ জুন : দিন কয়েক আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের কনভয়ে হামলা হয়েছিল। তাতে মুখ্যমন্ত্রীর ক্ষতি না হলেও আহত হন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ান। এবার ইম্ফলে মুখ্যমন্ত্রীর বাসভবনের অদূরে ভয়াবহ অগ্নিকাণ্ড। নেপথ্যে উঠে আসছে ষড়যন্ত্রের তত্ত্ব।
শনিবার রাতে ইম্ফলে ( কুকি ইনের আশপাশে মণিপুর সচিবালয় কমপ্লেক্সের কাছে থাকা কুকিদের পরিত্যক্ত বাড়িগুলিতে আগুন লাগে। এন বিরেন সিংয়ের বাসভবনের অদূরে প্রাক্তন আইএএস অফিসার তথা গোয়ার প্রাক্তন মুখ্যসচিব থাঙ্কখোপাও কিপগেনের বাড়িটিও ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কোনও হতাহতের খবর না মিললেও এর নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এসবের মধ্যেই আবার মণিপুরে পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের বিজেপি সরকার। মণিপুর (Manipur) সরকারের সিদ্ধান্ত, রাজ্যে পঞ্চায়েত, পুরসভা ও স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন করা হবে চলতি বছরের সেপ্টেম্বরে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা ফের প্রশ্নের মুখে। এখনও সেরাজ্যের বহু মানুষ ঘরছাড়া। প্রায় হাজার দশেক মানুষ ভিন রাজ্যে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন হলে হিংসা আরও বাড়তে পারে।
সদ্য যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে এত কড়া নিরাপত্তার ব্যবস্থা সত্বেও হিংসা এড়ানো যায়নি। একাধিক বুথে ছাপ্পা, বুথ দখলের অভিযোগ উঠেছিল। চলেছে গুলিও। সেসবের পর ফলাফলে দেখা গেল রাজ্যের দুই আসনই অপ্রত্যাশিতভাবে জিতে নিয়েছে কংগ্রেস। পঞ্চায়েত ভোট হলে হিংসা এড়ানো যাবে তো? সে নিয়েই আপাতত যাবতীয় চিন্তা।