স্যন্দন ডিজিটেল ডেস্ক ,আগরতলা , ১৮ এপ্রিল : গোটা নির্বাচনী প্রক্রিয়ায় পবিত্রতা বজায় থাকা উচিত। ইভিএম এবং ভিভিপ্যাটের ভোটার স্লিপ মিলিয়ে দেখার মামলায় এই কথা বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এই বক্তব্যের জবাবে নির্বাচন কমিশন জানাল, শীর্ষ আদালতের এহেন পর্যবেক্ষণে তারা ব্যথিত। উল্লেখ্য, লোকসভা নির্বাচন শুরুর আগেই ইভিএম-ভিভিপ্যাট মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে।
বৃহস্পতিবার এই মামলার দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চে। শুনানির সময়েই বিচারপতিদের পর্যবেক্ষণ, “এটা নির্বাচন। তাই সেখানে পবিত্রতা বজায় থাকা উচিত। কারোওর যেন এটা মনে না হয় যেরকম হওয়া উচিত ছিল সেরকমটা হয়নি।” কিন্তু শীর্ষ আদালতের এই মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি নির্বাচন কমিশন। তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বেঞ্চের মন্তব্যে তারা ব্যথিত। গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করে এই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন। কিন্তু লোকসভা নির্বাচন শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে নির্বাচনের পবিত্রতা নিয়ে মন্তব্য করায় কমিশন ব্যথিত।
উল্লেখ্য, নির্বাচনের আগেই বিজেপির বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগও উঠেছে। কেরলের কাসারগোড় কেন্দ্র ইভিএমের কার্যকারিতা খতিয়ে দেখার জন্য মক পোল করা হয়। সেই সময়েই ধরা পড়ে, বিজেপির পক্ষে অস্বাভাবিক বেশি ভোট পড়েছে। সেই ঘটনাটি খতিয়ে দেখতেও কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শুনানির প্রথম দিনও শীর্ষ আদালত জানিয়েছিল, মানুষ হস্তক্ষেপ না করলে যন্ত্র সঠিক ফলাফলই জানায়। সমস্যা তখনই হয়, যখন মানুষ হস্তক্ষেপ করে অথবা সফটওয়্যার বা মেশিনে পরিবর্তন করে দেয়। সবমিলিয়ে, নির্বাচনের আগেই ইভিএম ঘিরে একাধিক প্রশ্ন ওঠায় পবিত্রতা বজায় রাখার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালতের এই মন্তব্য আবার কমিশনের নাপসন্দ।