Wednesday, January 22, 2025
বাড়িবিশ্ব সংবাদরাফায় ইসরায়েলের স্থল অভিযান রুখতে আইসিজেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান দক্ষিণ আফ্রিকার

রাফায় ইসরায়েলের স্থল অভিযান রুখতে আইসিজেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান দক্ষিণ আফ্রিকার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৫ ফেব্রুয়ারি: গাজার ঘনবসতিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রাফাহ নগরীতে স্থলঅভিযানের পরিকল্পনা করেছে ইসরায়েল। এ পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতকে (আইসিজে) সেখানকার ফিলিস্তিনিদের অধিকারের সুরক্ষায় অতিরিক্ত জরুরি ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে।আইসিজে-তে এর আগে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। গণহত্যার বিষয়ে আদালত এখনও কোনও রায় না দিলেও গত ২৬ জানুয়ারিতে আদালত অন্তর্বর্তী এক আদেশে গাজায় ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল।

ইসরায়েল গাজায় গণহত্যার সব অভিযোগই অস্বীকার করে আসছে। তারা আইসিজে কে সরাসরি মামলাটি প্রত্যাখ্যানও করতে বলেছে। ইসরায়েলের দাবি, তারা আন্তর্জাতিক আইনকে সম্মান করে এবং গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রাখে।গতবছর ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলার মুখে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফাহ নগরীতে আশ্রয় নিয়েছে। সম্প্রতি ইসরায়েল জানায়, তারা রাফাহে স্থলহামলা চালানোর পরিকল্পনা করেছে।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, “গত সোমবার আদালতে জমা দেওয়া আবেদনে দক্ষিণ আফ্রিকার সরকার বলেছে যে, রাফাহ-তে নজিরবিহীন সামরিক হামলা চালানোর ইসরায়েলের ঘোষণায় আমরা উদ্বিগ্ন। এরই মধ্যে ব্যাপক ধ্বংসের মধ্যে এই ঘোষণার ফলে আরও বড় ধরনের হত্যাকাণ্ড, ক্ষতি ও ধ্বংসযজ্ঞ ঘটবে।

“ইসরায়েলের এমন পরিকল্পনা হবে গণহত্যা কনভেনশন এবং ২৬ জানুয়ারির আদালতের আদেশ- উভয়েরই গুরুতর এবং অপূরণীয় লঙ্ঘন।”দক্ষিণ আফ্রিকার আবেদন আইসিজে পেয়েছে বলে এক্সে এক পোস্টে নিশ্চিত করে জানিয়েছে। তবে আদালত এ আবেদনের বিষয়ে কীভাবে এবং কখন সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেয়নি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।অতীতে আইসিজে অবশ্য কখনও কখনও পরিস্থিতি পরিবর্তনের সাপেক্ষে অতিরিক্ত জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। গাজায় গণহত্যা হয়েছে কি-না, দক্ষিণ আফ্রিকার আনা এ সংক্রান্ত মামলাটির মূল বিষয়ে আদালত এখনও রায় দেয়নি। তবে আদালত গাজার ফিলিস্তিনিদের গণহত্যা থেকে রক্ষা পাওয়ার অধিকারকে স্বীকৃতি দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য